ইষ্টি কুটুম , মিষ্টি কুটুম , কুটুম সুখের পাখি
তার জন্য নকশা পিঠা শিকেয় তুলে রাখি
ফিরনি পায়েশ , পাটিসাপটা নতুন ধানের খই
নবান্নতে খুশির রঙে  সবাই  বিভোর  হই ।


গাঁয়ের কৃষক মাঠের বুকে ফলায়  সোনার ধান
ফসল কাটার স্বপ্নে  ঝরে কণ্ঠে  মধুর  গান
কিষান বধূ বানায় পিঠা অনেক যতন  ক'রে
চিতই পাকান পুলির স্বাদে  মনটা যে যায় ভ'রে ।


ঐতিহ্যের শেকড় ছুঁয়ে নবান্ন  দিন আসে
ভাপা  পিঠার গন্ধ ভাসে হেমন্ত  বাতাসে
ঋতুর খেয়ায় রূপের বদল নেই যেন এর শেষ
উৎসবেতেই  নিসর্গময়  চির  সবুজ  দেশ !