রাত বয়ে যায় আদরগুলি ঠাঁয় দাঁড়িয়ে থাকে
কেউ বুঝি দেয় মন পাহারা বৃক্ষলতার ফাঁকে
ও কলাবউ , বনস্পতি ও দেউলের দেবী
সম্মোহনে হোসনে তোরা ভোগের মানবসেবী !
জনশ্রুতির বার্তা নিয়ে যায় উড়ে দূর পাখি
ও কিশোরী তুই কিরে তার খবর রাখিস নাকি ?


রাত বেড়ে যায় দানবদলে যায় পড়ে যায় সাড়া
মনের জমিন লিজ নিতে হয় বিশ্ব মাতোয়ারা ।
পুঁজিপতি বণিকদেরও মুখে জাগে হাসি
হলদে পাখি কষ্টে শোনে চৌরাশিয়ার বাঁশি !


রাত শেষে হায় থমকে দাঁড়ায় আকুল নিশিচারি
নিশ্বাসে বিষ ছড়িয়ে পড়ে বাতাস যে হয় ভারি !
ও কুঁড়িফুল , বলনারে তুই ফুটবি কেমন ক'রে ?
বিবর্তনের চলছে খেলা কাল- মহাকাল ধরে ।!


রাত থেমে যায় সাক্ষী যে ওই সবুজ বৃক্ষলতা
আমার ' আমি ' হই সার্থক , পুড়িয়ে মানবতা
দেখি, বুঝি, সবই করি লোভের আগুন জ্বেলে
আসল ফেলে হই যে খুশি নকল কিছু পেলে ।