পালকি চলে গাঁয়ের পথে সুরটি বড় মিষ্টিযে
খোকাখুকু বউ দেখতে বাধায় অনাসৃষ্টিরে ।


ছয়বেহারা পালকি টানে উহুমনা তার সুরের বোল
পালকি বধুর বুকের ভেতর নতুন দিনের স্বপন-দোল ।


হেলেদুলে পালকি চলে , পালকি যখন থামবে  হায়
বাস্তবতার আলোক শিখা জ্বলবে বধূর  মনপাড়ায়


সেই আলোতে দেখবে বধূ নতুন দিনের স্বর্ণরথ
স্মৃতির দোলায় দুলবে আহা,পালকি বধূর নাকের নথ !