ঈদ মানে নয় খুশির দোলায় শুধুই ভেসে চলা
মিষ্টি কথা রং মাখিয়ে সবার কাছে বলা
ঈদ মানে তো মহান ত্যাগে বিলিয়ে দেবার সুখ
সুখ বাসনার আলোক ছটায় উদ্ভাসিত বুক
ছোট বড় গরীব ধনীর মধুর মিলন ক্ষণ
ঈদ মানে কেউ পর নয়তো , সবাই আপন জন।


 আকাশ


আমার আছে একটা আকাশ অন্য রকম ভালো
নেই সেখানে একটু আঁধার শুধুই চাঁদের আলো
সবার সাথে মিলে মিশে তাইতো বসত করি
ঐ আকাশের উদারতায় সুখের মিনার গড়ি।