বিষাদের রঙে রাঙা হলো মন সূর্যটা গেল পাটে
বিশ্বাসী মেঘ লুকোচরি খেলে সময়ের খোলা মাঠে
বিলাসী চোখের পাঁপড়িতে নাচে অসম কিশোরী বেলা
হলুদে সবুজে আস্থার আলো তবু কেন হেলা ফেলা?


সুদুরিকা তমা চুপিসারে ডাকে রকমারিতারা দোলে
জীবিকার টানে মধু নিশিকাটে ধুম তা-না-না-না বোলে
অপরাহ্নের বুকে শুয়ে কাঁদে ঘুম জাগানিয়া পাখি
বিষ্ময়ে দ্রোহে মধুপে কুজনে ছেঁড়া তারে বাঁধি রাখি।


সোনায় মোড়ানো স্বপ্ন মানবী কোন সে খেলাতে মাতে
আঙিনাতে কার পদধ্বনি শুনি মেহুলি কুসুম রাতে
আহা একি রাত! নাকি অভিশাপে, ভরা বিষ বালা খানা
যতোবার বলি থাম পোড়া মুখী! তবু শুনবি না মানা?