তোমার গাঙচিল দুপুরের প্রিয় কথাগুলো নিয়ে
আমার আকাশে হাসে চাঁদ, জোনাকীরা মেলে দেয়
আলোর ডানা, পানকৌড়ি খুনসুটি করে হৃদয় পুকুরে।
কখনো স্বপ্নের ভেতর হাকালুকি হাওড় ভাসে
অতিথি পাখিরা ডানা ঝাপটায় আনন্দে, সুখে
আমাদের বয়স বাড়ে না। নিরাপদ দূরত্বের ভেতর
বনলতা সেনের মতো মুখোমুখি বসার সাধ জাগে।
বেতফুল বিকেলে গল্পের ঝিনুনী গেঁথে দ্রুত পাল্টে ফেলি
জীবনের রং। গভীর সাগরে ভাসা মেঘের সারেঙ
শেকড়ের সন্ধানে ছুটে যায় দূর থেকে বহুদূরে।
আমাদের হয় না যাওয়া নিঝুম দীপবাসে।
কঠিন পরাবাস্তবে ছুটে চলি সীমাহীন গোলার্ধে
নিশ্চুপ তাকিয়ে দেখি মন-পোড়া বিষাদের দিনলিপি।