বলো তো সজনী, কোন মেলে দাও
রঙিলা মনের ডানা?
জোসনা-আঁধারে ভাসবো দু’জনে
সে কথা নেই কি জানা!
তোমার কথার রিনিঝিনি সুরে
কেন করো এলোমেলো?
বেশ তো, তাহলে আমাকে ভেবেই
স্বপ্ন-শিখাটি জ্বেলো!
যদি কোনদিন দেখো না-ই হয়
করবে কি বলো রানি?
তোমারই কথার মাধুরী আবেশে
সাজাবো দেউল খানি!