কৃষ্ণচূড়া আগুন জ্বালে বুকের গহীন বনেতে
উতল বেলা কষ্ট আহা সই বধূয়ার মনেতে
উজান গাঙে নৌকা বেয়ে যায় মাঝি হায় দূরেতে
একলা ঘরে তাই কি বধূ মৌন বিধূর সুরেতে!
তালের পাখার বাতাস লেগে নোলক দোলে নাকেতে
বউগো তুমি আর কতোকাল ঘুরবে মোহের পাকেতে?
সময় হলো জাগো এবার ‘বউ কথা কও’ ডাকে যে
তোমার আশায় হয়তো আজো পথ চেয়ে কেউ থাকে রে
মন-চাদরের ভাঁজ ভেঙ্গে দাও ঘোমটা খুলে তাকাও না
রঙ তুলিতে রঙিন জীবন একটু হলেও আঁকাও না
ময়ূরকন্ঠী স্বপ্ন তোমার কন্ঠেতে সুর তুলুক না
ইচ্ছে বাতাস দুষ্টুমিতে সুখ দরোজা খুলুক না।
একটা জীবন, কেন বিফল, করবে মোহের দ্বন্দ্বেতে
দাও ভাসিয়ে হৃদয় দু’কুল বাঁধন হারা ছন্দেতে।