ইচ্ছে করে তোমার সাথে পুকুর জলে
শাপলা ফুলের নৃত্য দেখি
হাতের মুঠোয় সপ্ত রঙের স্বপ্ন নিয়ে
দিগন্তের ঐ নিঃসীমতায় হঠাৎ উড়ি
হলদে পাখির মতোন দু’জন হারিয়ে নীলে
চোখের পাতায় কল্পনাতে নকশা আঁকি।
তুমি যদি অন্ত্যমিলে মনটা আমার চাও দোলাতে
তবে আমি দূর আকাশের লক্ষ তারা গুনতে পারি।
অপেক্ষাময় প্রহরগুলো রাঙিয়ে নিয়ে
ইচ্ছেমতো অনন্তরাত জাগতে পারি।
বুকের ভেতর জোসনা চাঁদের লুকোচুরি খেলা দেখে
দুঃসাহসী হৃদয় মেলে ঘুরতে পারি।
তোমার মনের গভীর বনে ইচ্ছে হলেই বাঁধবো বাসা
বিনিময়ে চাইব না তো কোন কিছু তোমার কাছে
সময় হলেই দিও শুধু বর্ণময়ী ভালোবাসা!