বৃষ্টি নামে মনোভূমিতে সান বাঁধানো ঘাটে
ঝাউবাগানে কদম পাতায় বউ টুবানির হাটে
দুষ্টু মেয়ে দেয় ছড়িয়ে স্বপ্ন রেনু কনা
শুদ্ধতাতে তাই বুঝি হয় সখের বনিবনা
ডাহুকীনি শংখ বাজায় জোনাক জ্বালে বাতি
বৃষ্টি ভেজা মন নিয়ে আজ কোন্ খেলাতে মাতি!
সারাদিন ক্লান্তি নিয়ে ঝিমোয় বুনো চিল
বৃষ্টি ফোঁটায় আলোর চমক রঙধনু ঝিলমিল
বিমুগ্ধতার নকশা এঁকে আকাশ থাকে জেগে
হৃদ-যমুনা উথলে ওঠে কার যে পরশ লেগে
ফুল আঙিনায় বাতাস নাচে খুঁজে ফিরি কাকে
খুব মনে হয় আপন আহা দূরের পাহাড়টাকে
লোকোত্তরের সংগে বাঁধি নিসর্গী বন্ধন
সুখ-অসুখে নিত্য ভোগে মধ্যবিত্ত মন!