আকাশটাকে দেখতে গিয়ে ভরলো যখন বুক
হঠাৎ দেখি দাড়িঁয়ে আছো কে তুমি উন্মুখ?
তোমার চোখে নিসর্গতায় করছে বাতাস খেলা
হাত বাড়িয়ে ডাকছো কাকে আনপথে একেলা
নেই কি তোমার ঘর ও বাড়ি আপন স্বজন কেউ
হৃদয় জুড়ে কেন এমন আকুলতার ঢেউ?
বললে তুমি মিষ্টি সুরে ‘ওগো সোনার মেয়ে’
এতদিনে ছিলাম বুঝি তোমারই পথ চেয়ে
আজকে যদি দিলেই দেখা এসো আঙিনাতে
মিলন রাখি দিই পরিয়ে তোমার কোমল হাতে
শুনে আমি চমকে থামি, কাঁপলো পাথর মন
হে অচেনা, জানাও কেন এমন আমন্ত্রন?
সময়টা যে বৈরী ভিষন পথ চলতে ভয়
দ্বিধার পাহাড় সামনে রেখে বন্ধুত্ব কি হয়!