কোন এক জলপাই বিকেলে
ভাবনার সিড়িতে বসে
গুচ্ছ শব্দের খেলায় মাতি
জলছবি সময়কে ভেঙে ভেঙে
রাঙাই কাব্যিক প্রহর।
ক্রন্দসী পাখিদের ভয়ার্ত চোখে
ধ্রুপদ বেদনা জাগে
বন্ধুর ইমেলে পাঠাই
চন্দ্রালু মনের খবর।
কে সেই চাতক জন-
যার মনের নদীতে খেলা করে
শূচিতার বালিহাঁস?
স্বপ্নের আফ্রোদিতি ছায়া ফেলে
দেবদারু অশত্থ পাতায়।
দেবতার আসনে সাজাই
রূপশালি ধানের নৈবদ্য
অতঃপর,
নির্বিঘেœ পাড়ি দিই সমতার সমুদ্র পথ।