মনের সাথেই বোঝাপড়া দ্বন্দ্ব দ্বিধায় বাস
তার সংগেই হয় নিয়ত খুনসুটি উচ্ছাস
দিন চলে যায় এলোমেলো রাত আসে নিশ্চুপ
দ্রোহের আগুন জ্বেলে পোড়াই কাব্য-কলার ধূপ
একতারাতে বেজে চলে বৈরী বাউল সুর
আঙিনাতে বউচি খেলে বর্নালী রোদ্দুর
আকাশ পারে নিত্য ওড়ে বুনো পাখির ঝাঁক
ভাবনা নিয়েই খুঁজে ফিরি নতুন পথের বাক
ঐতিহ্যের রেশমী সূতোয় বুনি সখের তাঁত
বিশ্বাসেতে দেয় পাহাড়া নিসর্গময় রাত।