ভাবনা গুলো ভাসিয়ে দিলাম গহীন নদীর জলে
কি দেখছো তাকিয়ে তুমি অমন কৌতুহলে?
লৌকিকতার পান দানিতে আঁকছি এবার ছবি
কি নিতে চাও,হে মনোহর, অচীন দেশের কবি
চাইলে নিতে বর্নালী রাত বেশতো, তবে নিয়ো
বিনিময়ে মন-কথাটা আমাকে ধার দিয়ো
রূপকথারই সানাই বাজে দুঃসময়ের ঘরে
দিই ভাসিয়ে স্বপ্ন মোহর দূরের কালান্তরে
মৃত পাত্রে ইচ্ছে ঢেকে চলছি ঘুরে ফিরে
আত্মকথার মেরু করুন ইচ্ছে ধীরে ধীরে!