তোমার মন এখন পর্যটক মেঘের মতো
দূর থেকে সুদূরে যায় ,
ফেরি করে বিমূর্ত ভাবনাগুলো
আমি যখন সামর্থের স্বরলিপি সাজাই
তুমি শোনাও লোকায়ত সুরের সারগাম !
বুকে ধারন করি প্রকৃতির সবুজ নির্যাস
আমার মন ভরে রূপশালি ধানের গন্ধে
কি নির্বোধ তুমি ...বুঝেও বোঝনা তা
আমি অবাক ভাবি...
এই কি সেই তুমি  ?