বৈঠকি আঙিনায় বসে আছে বিনয়ী শব্দশিল্পি
ঘুমঘুম রাতের বার্তা  নিয়ে কাছে আসে মায়ামেঘ ।
বাতাবি পাতার গন্ধে আমিও উতলা হই ।
এখন বড় অসময় যাচ্ছে ,
স্বপ্নগুলো বনসাই হতে হতে ক্রমাগত মিলিয়ে যাচ্ছে
আধুনিকতা কুড়ে কুড়ে খাচ্ছে সোনাবউয়ের ধানরঙ শরীর ।
পেশা বদলানো মাঝিরাও এখন যোগ বিয়োগের নামতা জানে
অনুভবের ভাষা বোঝে আঙিনায় আসা অতিথি পাখিদল ।
বিশ্বাসের আসন পেতে আমিও বলি ,
তুমি যদি  কখনও তুষ্ণীক বেদবাউল  হও
আমার আরাধ্য হবে শুধুই তুমি !