ক, মন দরজা খোলাই আছে ভাবনা করো নাকো
    যেমন আছো চুপটি করে ঠিক তেমনি থাকো !


খ, হরিণ শিশু ভয়ে কাতর শুনে কোকিল সুর
    গৌরি মনে বিলি কাটে  শুকতারা  রোদ্দুর !


গ,  তীর্থ করি কামেল ফকির পীর মুর্শিদ মেনে
     মন-কেবলার কেই বা মালিক ক'জন তাকে চেনে ?


ঘ,মন দেউলে পূজার বেদী , পূজারি না বোঝে
   নৈবেদ্যে হাত রেখে সে  অন্য কিছু  খোঁজে !


ঙ,যোগাসনে বসে জপি আয়নামতির  নাম
   পোড়া কপাল ! কেউ দেয়না একটু তবু দাম !


চ,নিয়ম নীতির সংজ্ঞা নিয়েই মনটা করি চাষ
  সোনার ফসল ফলেনা তো , দুঃখ বারোমাস !


ছ, বাড়ির কাছে আরশি নগর পড়শিরা সব কানা
    মনযে আমার দ্বিখণ্ডিত, তা কারো নেই জানা !