যদি আর একটু নিমগ্ন হতে ক্ষতি কি ছিল ?
অবিরাম ভেসে চলা স্রোত ও কখনও মাঝপথে থমকে দাঁড়ায় ,
বালুকাবেলায় অপেক্ষায় চেয়ে থাকে ব্যাকুলা নারী ।
মৃত্যঞ্জয় মুহূর্তগুলো বাসনাবিলাসী হলেই ,
অপেক্ষার সমীকরণ হয় ত্রিতাল-ব্যাঞ্জনায় !
অন্তরে রূপকথার সানাই বাজে ,
ইচ্ছেরা ডুবে যায় অনিয়মের অগাধ জলে ।
তুমি যদি আকুল ভ্রমর হয়ে গদ্যের কানামাছি খেলো,
স্বপ্নদর্শী মেঘের সাথেও আর হবেনা বনিবনা কোনদিন ।
আমি তো নিয়তির গন্ধেই মাতি অমৃত- বন্দনায় !
বিশালতা ছুঁয়ে ভাসি খেয়ালি বাতাসে ।
মাধুকরী চাঁদ , মাধুরী বিলিয়ে দেয় ,
আমার মায়াবী রাত সকালের স্বপ্নে হয় মেঘরং প্রজাপতি  !
নাবিক পাখির ডানায় বিশ্বাসের রাখি বাঁধি ,
নিসর্গ মনে , আনমনে বিলি কাটে সহেলি রোদ ।