তোমার জন্য একটা বিকেল একলা বসেই কাটিয়ে দিলাম .
দূরের আকাশ ছুঁয়ে দেখা আর হলোনা !
বুকের ভেতর দগ্ধক্ষরণ সময় কিংবা অসময়ে ;
জেগেই বুঝি স্বপ্ন দেখি নিঝুম রাতে ঘুম আসেনা
ছোট্ট নরোম কথার কণা জমে জমে হয়যে বরফ...
বলব কাকে, কেমন করে , কখন , কোথায়
তাও জানিনা !
দিন চলে যায ..আসন পাতে নৈঃশব্দের ঝিনুকগুলো
প্রিয় কোন বাক্যগুলো শোনার আশায় প্রহর গুনি .
.অপেক্ষার এই অসুখ আমার ভেজা দেহে কাব্য সাজায়
স্বপ্নগুলো নিয়মমতো হাসায়, কাঁদায় জোছ্না ঝরায়
.আবার পোড়ায় দহন চিতায়
আমার মাঠের শস্যদানা অসময়ে খরায় পোড়ে ,
ইচ্ছে পাখি শেকল ছিঁড়ে
যায় পালিয়ে অনেক দূরে ...করব কিযে তাও বুঝিনা !
ঝরা পাতার কান্না শুনে কেন আমি হই উদাসী কেউ বোঝেনা
বুকের ভেতর নষ্ট ব্যথার ঘুণপোকারা বেড়ায় ঘুরে
দিন কাল মাস সব ভুলে যাই !
মৌরি বনের কুটুম পাখি ডাক দিয়ে যায় চুপিসারে পড়শি আনে রাঙা বিকেল
সেই বিকেলের সুখ নদীতে বেহুলা মন ভাসিয়ে দিয়ে
যাই হারিয়ে কোথায় আহা ..সেই কথাটি কেউ জানেনা ।