সজল আকাশ মেঘে ঢাকা বরষা ঝরোঝর
ডোবার জলে ডাহুক ভাসায় স্বপ্ন নিরন্তর
কদম তলায় বাঁশি বাজে আবেশ মাখা সুর
মন-রাধিকা স্রোতের টানে যাবে কতদূর ?
ইচ্ছে হলেই যায়না ছেঁড়া অভিমানের জাল
স্মৃতির কাঁটায় বুক চিরে যায় হইযে বেসামাল
কালোমেঘে রক্তক্ষরণ বার্তা আনে রাই
কৃষ্ণ ছাড়া বৃন্দাবনে  কেমন করে যাই ?
বিষাদ ব্যথায় নিত্য পোড়ে নীরব বেলার ঘুম
শেকল বাধা পায়ে পায়েল, বাজে ঝুমুর ঝুম
তেঁতুল পাতায়  মিষ্টি হাসে কুসুম-কিশোর রোদ
নশ্বর এই জীবন নিয়ে কিসের অহমবোধ ?
বধুর নাকে সোনার নোলক স্বপ্নগুলো  চুপ
পূজার  ঘরে পূজারি নেই, বৃথাই পোড়ে ধূপ !