দিনগুলি হারিয়ে যায় অমরতা নিয়ে জাগে মায়াবী রাত
কিছু কথা বলা হয় ..কিছু বা রয়ে যায় বাঁকি
একাকী প্রহর কখনো সুধাময় হয় .
স্মৃতির অমৃতে ভরে বুক
কেউতো ভোলেনা শাশ্বত দিনের কথা
কেউবা ওজস্বী জীবনচর্চায় মাতি
আলোময় আমিত্বে বাজে রাখালিয়া সুর
আমার বাঁশরি মনে আজো যেন বিলি কাটে
সেদিনের চৈতালী বাতাস
আধো ঘুম ভেঙে দেখি পৈথানে বসে আছে স্মৃতির সারেং !
ইচ্ছের বেপরোয়া গতি আমাকে ভাসিয়ে দেয়
কিশোরি মধ্যাহ্নে বসে হীরামন পাখিরা যখন
বৈরাগী শ্লোক বলে ...
ফসলি বার্তা নিয়ে আমার মন ছোটে কিষান পাড়ায় ।
কিষানির অপেক্ষিত চোখ . চৈতালি মাচান ছুঁয়ে আবেশে চঞ্চল হয় |
সেই খড়িমাটি গেরস্থালি প্রহরগুলো
সহসাই হয়ে ওঠে আরতিময়
লোকাচারের ভিত ভেঙে
আস্থারা হয়ে যায় সংক্রান্তির শ্রমিক !
পেশাজীবী জীবনেরও পালাবদল চলে ...
চেতনার ছায়াপথে ভাসে বিরহী কিষানির অবনত মুখ
কিষানির ভাবনা জুড়ে ঢেউ তোলা পুকুর ঘাট..
ভালবাসার লোকজ বেদি---
বেদিতে পুরনো স্মৃতির ইমেজ !!