হারিয়ে গেল কিছু প্রিয়
মুখ কিছু পুরাতন ঠিকানা,
হারিয়ে গেল কিছু প্রিয় সু-
সময় কিছু কল্পনা ।।


হারিয়ে গেল কিছু চেনা
সুর কিছু প্রিয় গান,
হারিয়ে গেল কিছু প্রিয়
মুহুর্ত কিছু অভিমান !


হারিয়ে গেল কিছু প্রেম
কিছু ছোট্ট আশা,
হারিয়ে গেল কিছু মায়া
কিছু ভালোবাসা ।


হারিয়ে গেল কিছু চেনা
পথ কিছু চেনা অঙ্গীকার,
হারিয়ে গেল কিছু
ভালোবাসা কিছু
অধিকার !!


হারিয়ে গেল কিছু
আবেগ কিছু প্রিয় স্মৃতি,
হারিয়ে গেল কিছু ব্যাকুলতা
কিছু প্রতিশ্রুতি ।


হারিয়ে গেল কিছু
লেখা কিছু কবিতা,
হারিয়ে গেল কিছু
বাস্তব কিছু বাস্তবতা ।।


হারিয়ে গেল কিছু স্বপ্ন
কিছু মিষ্ট সাঁঝের বেলা,
হারিয়ে গেল কিছু ঝরে পড়া
বৃষ্টির সাথে কিছুক্ষণ তাল
মিলিয়ে চলা !


হারিয়ে গেল কিছু অবুঝ মনের
কিছু স্বপ্নীল ক্যানভাসে রঙীন
আঁকা ছবি, হারিয়ে গেল কিছু
আলাপ কিছু সেই গোধূলি
লগ্নের রবি ।।


হারিয়ে গেল কিছু যুগ কিছু
যুগান্তরের ঘূর্ণিপাক,
হারিয়ে গেল কিছু মমতা
কিছু রাগ অনুরাগ ।


হারিয়ে গেল কিছু চেনা সুখ
কিছু বিশ্বস্ত উল্লাস,
হারিয়ে গেল কিছু চেনা নিয়ম
কিছু পুরনো অভ্যাস !


হারিয়ে গেল কিছু
অতীত কিছু হৃদয়ের কথা,
হারিয়ে গেল কিছু সোনালী দিন
রয়ে গেল কিছু স্মৃতির পাতা ।।