এই শহরে মরে গেছে কবিতারা
এই নগরে বুনো শুয়োরের উল্লাস
এই মুখোশের আড়ালে আছে দানব
এই মিথ্যের কবরে পোঁতা সারিবাঁধা লাশ।


এই শহরে সন্ধ্যা হলেই নেমে আসে ভয়
তরুণীর পিতার রক্তচাপে বাড়ে সংশয়।
এই শহরে উৎকোচে বিকোয় স্বপ্ন
এই শহরে তবু "জয় বাংলা, বাংলার জয়"।


এই শহরে নারীকন্ঠ কানে এলেই ভিজে যায় শুয়োরের দাঁত
এই শহরে কালো কোট গায়ে জড়ালেই বিশাল লম্বা হাত।
এই শহরে ধর্ষিতা মানে বেপর্দা - বেহায়া কিংবা বিরোধীদলীয় চক্রান্ত
এই শহরে গুম-খুন-লুটতরাজে ব্যস্ত পশুরা গণমাধ্যমে দুঃখভারাক্রান্ত।


এই শহরের সবগুলো অভিধান হতে মুছে গেছে প্রতিবাদ
এই শহরের অলিগলিতে গণমানুষের আর্তনাদ।
এই শহরে গণতন্ত্র চুরি গেছে অন্ধকারের রাতে
মানুষখেকো শুয়োরছানার কিছুই যায় আসে না তাতে!


এই নগরে রিরংসাতে পুড়ছে মানুষ, জ্বলছে ফি সংসার
এই প্রান্তরেই সর্বহারা, শূন্য হাড়ি যার।
এই শহরে নেই প্রেমিকা, নেই সুরভী, নেই মেধাবী যুবক
এই শহরেই প্রেমের কবর, নেই কোন স্তবক।


এই শহরে ঘুরছে দেখো অর্থপিশাচ কুকুর - শুয়োর - ইঁদুর
এই শহরে স্বপ্নখেকো কীটের হাতেই সিঁদুর।
এই শহরে সূর্য ডুবেছে, উড়ছে শকুন ঝাঁক।
এই শহরে নেই প্রতিবাদ, নেই নতুন ভোরের ডাক।