যে জীবনের আশা করছো
এভুবনের বাসায় তা নেইকো,
পরীক্ষার হলে বসে আছো
কেন ফুর্তিতে হাবুডুবু খাচ্ছো?


এ কেমন ঘর?
যা মাটিতে খশে পরে।
এ কেমন জীবন?
যা মৃত্যুর শিকার হয়।


এ কেমন যৌবন?
যা বার্ধক্যে পরিণত হয়।
এ কেমন স্বাস্থ্য?
যাকে রোগ-ব্যধী ঘায়েল করে।


এ কেমন বসন্ত?
যাকে গ্রীষ্ম পেয়ে বসে।
এ কেমন আলো?
যাকে অন্ধকার ঘিরে ফেলে।


যদি চাও যা আশা কর
তাহলে সামান্য ধৈর্য্য ধর,
অল্প কিছুদিন আল্লাহ ও রাসূলের
হুকুম আহকামের আনুগত্য কর।


যা আদেশ করেন তাই কর।
যা নিষেধ করেন তা থেকে,
নিজেকে আত্মনিয়ন্ত্রণ কর।
তারপর সামান্য অপেক্ষা কর।


এরপর জান্নাতের ঘোষণা শোনো!
আমার বান্দারা! জীবন মোবারক!
নাও এখন মৃত্যু শেষ,
নেই তোমাদের কোনো বার্ধক্য।
চির যৌবন মোবারক হোক!