আমার গোছানো জীবনে
কিছু দারিদ্রতা আছে,
তাই মেয়েটির মনে
মায়ার আলো জলে।


মেয়েটির অগোছালো মনে
এক প্রকার মমতা জন্মে,
মেয়েটি বড় বোকা
ভালোবেসে ফেলে।


লেখি অল্প গল্প কবিতা
ইহা মেয়েটির বশীকরণ মন্ত্র,
আমি নই তান্ত্রিক কবিরাজ যন্ত্র
শুনাই কবিতার মাদুলি ছন্দ।


     হালকা বিষয় নিয়ে
  মেয়েটি করে মাতামাতি
তার হচ্ছে এটা সভাব আরকি।


      তবুও আমি খুশি
আমার কাছে সবচেয়ে মূল্যবান
      মেয়েটির হাসি।