হঠাৎ মায়াবী কন্ঠ বলে
একজোড়া নুছনি নিবেন?
মেয়েটি নুছনি হাতে,
আমি নিবো না তাই
সে দারে দারে ফিরে।


আমি বড়ই নিরীহ ফিরিয়ে
তার মায়ায় পরি জড়িয়ে
নিচ্ছে না কেউ নুছনি,
কত অভাবী হাত পাতে
আর সেতো নুছনি বেচে।


চেয়েছিলো মন যত নুছনি আছে
সব নিবো কিনে,
নুছনি আমার নেই দরকার,
তবুও নিলাম একজোড়া
করব কি জিজ্ঞেস করেছো কি বিয়ে?


আমি জানি তা জিজ্ঞেস করব না
আমি গোবেচারা বিরহের মাঝে,
থাকি বেঁচে একলা আপন মনে
তোমার দাম কত নুছনির তবে?