তুমি পূর্ণিমার চাঁদ
তুমি আঁধার রাতের আলো,
তুমি ভোর সকালের
সূর্যকিরণ ছলো,
তুমি বিকেল বেলার
গোধূলি মৃদু ছন্দ।
তুমি গ্রীষ্মের দুপুরে
হঠাৎ হিমেল স্পন্দন,
তুমি বর্ষার মেঘে
বৃষ্টি জলের নন্দন।
তুমি রূপসী, তুমি সুন্দরী, তুমি হরিণী👒
তুমি আমার চক্ষু শীতলকারিণী।


        (২)
তুমি লজ্জা মাখা আখী
তুমি কাজল ছাড়াই তনুশ্রী,
তুমি মিষ্টি গোলাপী মুখ
তুমি গোলাপের পাপড়ি ঠোঁট,
তুমি ঠোঁটের কোণে কালো তিল
তুমি মুচকি তিলে হাসি।
তুমি শরৎএর স্বচ্ছ জলে
কাশফুলের ছায়া,
তুমি হেমন্তের মুক্তা বিন্দু
রৌদ্রজ্জল মায়া।
তুমি মহিমা, তুমি অনাবিল, তুমি গুলশান 🌺
আমি তোমার অনাহারী।


          (৩)
তুমি সুরভিত চুলের গন্ধ
তুমি হাজার ফুলের সমারোহ,
তুমি অমলিন গুলজার ঝর্ণা
তুমি অপূর্ব স্নেহময় বর্ণা,
তুমি মনোরম সেজে বধূ
তুমি প্রিয়তম অনন্যা।
তুমি শীতের পরশে জড়ানো
প্রেমময় ভালোবাসা,🌺
তুমি বসন্ত কুকিলের সুরে
মাধুরীতে ভরে তোলা।
তুমি সলাজ, তুমি বোনা, নিদ্রায় বিমোহিত
আমি তোমার ব্যাকুল পরিশ্রান্ত।