কি করে বলি তোমায়
তুমি মোর তোমার আমি
পকেটে নাই টাকা কড়ি,
যা আছে তাতে চলবে
চা-পান আর ঝালমুড়ি।


বাবার নিকটে টাকা
মায়ের হোটেলে খানা
আমি বেকার,
অগোছালো সবই।


তাই কবিগুরুর ভাষায় বলি
দেখব শুধু মুখখানি,
শোনব যদি শোনাও বাণী।