আর কত ধর্ষণ দেখতে হবে আমাদের?
কোন সমাজে আমরা করছি বসবাস,
এ কেমন সমাজ?
যে সমাজে ধর্ষণ নিয়ে করে উপহাস।
যে সমাজে মেয়েরা পাইনা নিরাপত্তা,
একা পথে চলতে ভয়ে কাঁপে আত্তা।


সাত বছরের মেয়েকেও ধর্ষিত হতে হয় মায়ের সামনে,
বোরখা পরেও ধর্ষিত হতে হয় খাদিজার মতো মেয়েকে।
তোমরা এটা দেখো কেমনে?
আর কত ধর্ষণ?
এর বিরুদ্ধে কি পারিনা আমরা সোচ্চার হতে?
এদেরকে কি পারিনা উপযুক্ত শাস্তি দিতে?


আর কত ধর্ষণ?
আর কত ধর্ষণ?
এই ধর্ষকের কী কোনো বিচার হবে না?
এদের কী কোনো আদালতে শাস্তি হবে না?
এরা কী এভাবেই সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে?
হে যুবকেরা তোমরা এগিয়ে আসো। এই সকল নরপশুদের শাস্তি একমাত্র তোমরাই দিতে পারবে।


আর চুপ করে ঘরে বসে থেকো না, এদেরকে সমাজ থেকে উপড়ে ফেলে দাও।
মা, বোনদের নিরাপদে চলার মতো সমাজ গড়ে দাও।


না হলে তো এই সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। সেই জাহেলিয়াত এর যুগের মতো হয়ে যাবে।


নারীদেরকে রক্ষা করতে এগিয়ে আসো তোমরা।
আর কত নিস্তব্ধ, অসাড় হয়ে দেখবে চেয়ে চেয়ে?
আর কত ধর্ষণ হতে দেবে এই সমাজে??