আর কত মৃত্যু দেখতে হবে আমাদের?
কোন সমাজে আমরা করছি বসবাস,
এ কেমন সমাজ?
যে সমাজে মৃত্যু নিয়ে করে উপহাস।
যে সমাজে জীবনের নেই নিরাপত্তা,
একা পথে চলতে ভয়ে কাঁপে আত্তা।
আর কত ভয়?


আর কত মা-বাবার বুক খালি হবে?
আর কত ছেলেমেয়ে,
স্কুল কলেজে যেতে যেয়ে প্রাণ হারাবে।
আর কত রাজীব, মীমের লাশ দেখতে হবে?
তোমরা এটা দেখো কেমনে?
আর কত মৃত্যু?


এর বিরুদ্ধে কি পারিনা আমরা সোচ্চার হতে?
এদেরকে কি পারিনা উপযুক্ত শাস্তি দিতে?
এই চালকের কী কোনো বিচার হবে না?
এদের কী কোনো আদালতে শাস্তি হবে না?
এরা কী এভাবেই রাস্তায় বেপরোয়া হয়ে গাড়ি চালাবে?
আর কত অন্যায়?


হে ছাত্রজনতা তোমরা এগিয়ে আসো। এই সকল নরপশুদের শাস্তি একমাত্র তোমরাই দিতে পারবে।
আর চুপ করে ঘরে বসে থেকো না, এদেরকে সমাজ থেকে উপড়ে ফেলে দাও।
সকলকে নিরাপদে চলার মতো সমাজ গড়ে দাও।
আর কত চুপ থাকবে?


আর নয় চুপ করে থাকা,
সময় এসেছে ন্যায্য অধিকার আদায়ের। সকলকে এক হয়ে মাঠে নামতে হবে।
না হলে তো এই সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে।
দেশের হাল ধরার মতো আগামীর প্রজন্ম বলে কেউ থাকবে না।


ছাত্রছাত্রীদের রক্ষা করতে এগিয়ে আসো তোমরা।
আর কত নিস্তব্ধ, অসাড় হয়ে দেখবে চেয়ে চেয়ে?
আর কত মৃত্যু হতে দেবে এই সমাজে??