বন্ধু তোরা কোথায় আছিস
কেমন আছিস বল?
তোদের কথা ভেবে আমার
চোখে এলো জল


অনেক বছর হয়ে গেল
পাইনা তোদের দেখা
তোদের কথা ভেবে আজকে
আমার কাব্য লেখা


কলেজ জীবন শেষের পরে
হয় নি কোনো কথা
অতীত স্মৃতি পড়লে মনে
হৃদয়ে হয় ব্যথা


মনের মাঝে আজও বাজে
করুণ সুরের বীণ
কেমন করে শুধাবো বল
তোদের সেসব ঋণ?


কতো ভালো ছিলো মোদের
কলেজের সেসব দিন
তোদের মাঝে মিশে আমি
হয়ে যেতাম বিলীন


কেউ কোনো সমস্যায় পড়লে
এক হতাম সবাই
উত্তরণের পথ করতাম বের
আমরা নিজেরাই


একতা ছিলো আমাদের
লাগতো না কোনো ভয়
সকল বাঁধা পেরিয়ে তাই
ছিনিয়ে আনতাম জয়


সুখে দুখে সব সময়ই
ছিলি তোরা পাশে
বন্ধু তোদের স্মৃতি শুধুই
দু'চোখে আজ ভাসে


আয়না তোরা সবাই মিলে
করি একদিন দেখা
তোদের ছাড়া লাগে আমার
অনেক বেশি একা


বন্ধুত্বের এই অটুট বন্ধন
রাখবো চিরদিন
লাগতে দেবো না স্বার্থের ছাপ
থাকবে অমলিন