করোনার ভয়ে দেশবাসী
শঙ্কিত মনে মনে
সাবধানে তাই থাকতে হবে
বলছে জনে জনে


করোনার আক্রমণ থেকে
বাঁচতে যদি চাও
আগে থেকে প্রতিরোধে
অংশ তুমি নাও


করোনার যে প্রতিষেধক
হয়নি তা আবিষ্কার
সবসময় তাই নিজেদেরকে
রাখতে হবে পরিষ্কার


নাকে, মুখে, চোখে এখন
দিও না ময়লা হাত
সাবান দিয়ে দুহাত ধুয়ে
তবেই খাবে ভাত


হাঁচি কাশি দেবার সময়
রুমাল মুখে রাখো
পশু পাখির কাছ থেকে সব
দূরে দূরে থাকো


বাইরে গেলে মুখে মুখোশ
অবশ্যই পড়ে নিও
করোনা বিষয় সকলকে
পরামর্শ যে দিও


বেশি করে পানি এখন
করতে হবে পান
তাহলে কমবে ঝুঁকি আর
থাকবে বেঁচে জান


মাছ মাংস ভালো করে
করতে হবে রান্না
করোনা ভাইরাস হলে তো
ধরতে হবে কান্না


ভয় না পেয়ে সচেতন হও
থেকো না কভু নির্বোধ
করোনায় কী করণীয়!
জেনে করো প্রতিরোধ


সেই সাথে আল্লাহর কাছে
করো সকলে দোয়া
করোনা থেকে মুক্তি দিয়ে
দেয় রহমতের ছোঁয়া


(আল্লাহ আমাদের সকলকে এই করোনা নামক ভাইরাস থেকে হেফাজত করুন। আমিন।।)