রমজান এলেই বাড়িয়ে দেয়
দ্রব্য সামগ্রীর দাম
ব্যবসায়ীদের এই ছাড়া
নেই বুঝি কোনো কাম


সারা বছর অপেক্ষাতে
বসে তারা থাকে
রোজার মাসে দাম বাড়াবে
মনে ফন্দি আঁকে


এগারো মাসের দাম তারা
পুষিয়ে নেবে ভাই
চড়া দামে করবে বিক্রি
কিছু তো করার নাই


গরীব দুঃখীর কেনা কাটা
হয় যে কষ্টসাধ্য
না কিনেও তো উপায় নাই
কিনতে সবাই বাধ্য


রোজার মাসেও শান্তি নেই
দ্রব্যমূল্যের জন্য
চড়া দামে কিনতে হয় যে
বাজারের সব পণ্য


রমজান মাসে নিতে হবে
আইনানুগ ব্যবস্থা
দাম বাড়ার কারণে যেন
হয় না করুণ অবস্থা


আল্লাহতালা আমাদেরকে
সঠিক বুঝ করুণ দান
রোজার মাসে যেন থাকে
দ্রব্যমূল্যের সঠিক মান