দিনরাত্রি পরিশ্রম করছে
আমার দেশের শ্রমিক
তবু তারা পাইনা তাদের
ন্যায্য পারিশ্রমিক


গায়ের ঘাম ঝরিয়ে তারা
করছে কত কর্ম
উপর তলার মানুষেরা
বোঝেনা তার মর্ম


বিশাল এসব অট্টালিকা
কিংবা ছোট কাজ
করে যাচ্ছে অনায়াসে
পাই না কভু লাজ


বড় বড় কলকারখানায়
শ্রমিকদের অবদান
তাদের কর্মের দেওয়া উচিত
যথাযথ সম্মান


শ্রমিকদের শ্রমের কারণে
ধনীদের হয় নাম
শ্রমিকদের এই কঠোর শ্রমের
নেই যে তবু দাম


চাকরিজীবী আছে যারা
বেতন বাড়ে তাদের
শ্রমিকদের বাড়ে না মূল্য
বলবে তারা কাদের?


অভাবে দিন কাটে তাদের
পাই না সুখের দেখা
সারাজীবন কষ্টে থাকবে
এটাই ভাগ্যে লেখা


তাদের জীবন যেন থাকে
সুখ শান্তিতে ভরা
আমাদের সকলের উচিত
সেই ব্যবস্থাই করা


(আজ পহেলা মে, সকল শ্রমিকদের প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুক সকল শ্রমজীবী মানুষ।)