তুমি টাকা
তুমি জগতের সেরা
বলবান অতিশয়,
তুমি নিষ্ঠুর তুমি বেইমান
তুমি দুর্লভ দুনিয়ায়।
কর মিত্র যারে শত্রু তারে
বজ্রহীন মাথায়,
ত্যাগি মনুষ্য কর তারে নিঃশ্য দুরান্ত সহাবয়।
তুমি গোল বাধাও হট্ট গোল,
দেহ কর খান খান।
তুমি পলাশীতে রাক্ষসী বেশে
কাড়িলে সিরাজের প্রাণ।
তুমি মানির মান দুর্বলের প্রাণ,
চারিদিকে তোমার যশ
ভাঙ্গা আর গড়া এই তোমার খেলা
পৃথীবী তোমার বশ।