ভোর হল,মেঘ করল, দিন হল কালো।
বাতাস হল,বৃষ্টি হল,লাগলো অনেক ভালো।
বৃষ্টি ভেজা মেঘলা দিনে, শীত পরল বেশ,
রোদের তাপ আর গরম বাতাসে, দিন হল শেষ।
গাছে গাছে ফুল ফুটল, নব প্রকৃতির খেলা,
ফুলে ফুলে জমছে এখন,মোমাছিদের মেলা।
বৃক্ষরাজির খাজে খাজে,বিন্দু বিন্দু জল,
রৌদ্রুহীনা এমন দিনেও করছে ঝলমল,
দক্ষিণে বাদলা হাওয়া,বইছে কনকন,
শীতল দিনে সিক্ত শরীর,কাঁপছে ঠনঠন।,
রজনীর মেলা আকাশে ,চন্দ্র তারা হাসে,
গগন পারে একলা বসে,সুর তুলেছে বাঁশি।