সোনালি কাবিনে জামিন
হয় রুদ্ধ যৌবনমালার
বনসাইয়ে বাঁধা পত্রপল্লব
রাতারাতি বিকশিত
কাব্যকান্তির শেকড়ে ।
অযুত অপেক্ষার
ঘটে অবসান নিশীথে
ত্রয়োদশী আর পুর্ণচাদের
চতুর্দশীর থরথর কম্পমান
পালাবদলের মাহেন্দ্রক্ষণে
কন্যাকুমারিকার ফেনায়িত
বালুকাবেলায় মুদে থাকা সুখে।  
জীবন নাট্যের দ্বিতীয় পালার নট,নটী  
কথা কয় ছড়হীন বেহালার সুরে  
পালাকার খেলে খেলা
ভাসায় আশার ভেলা
শতবর্ণী পালতোলা নায়ে
ত্রিবেণী সঙ্গমে ।।