যাক, কল লিস্টটা খালি
করেনি কেউ ফোন
এমনতো নেই কেউ তেমন
কলে কলে করবে অস্থির ।
জীবন এখন খোলা চর
মনুষ্যবিহীন ঘাসহীন বালুময়
আছে কিছু লাল কাঁকড়া আর জেলের দল
রাতের সমুদ্র গর্জনে চলে
ইউরোপীয় কনসার্ট , আকাশে চাঁদ
চরে আমি আর প্রচণ্ড হাওয়া  
বিবসনা হতে হয়না, করে দিয়ে যায়
পতাকার মত লুঙ্গিখানা উচিয়ে
দেশপ্রেম উথলে পড়ে পড়ে বাঙ্গালিয়ানা ।
এমন সময় বেজে উঠল ফোনখানা
একটি অচেনা নামহীন নম্বর ---
ধরব ??