সিঁড়ির ওপরে তুমি , নিচে আমি
রেখেছি ধরে হাত সন্ধ্যা পেরিয়ে নিশি
চেয়েছিলে লজ্জাভেদি একটিমাত্র চুম্বন
করে প্রত্যাখ্যান বলেছি প্রেম তব পবিত্র
তাহলে একটিবার ধরোনা বক্ষে চেপে নিষ্ঠুর পুরুষ !
অথর্ব আমি ফিরিয়েছি তাও অমানুষ  হয়ে।


আজি চারিটি যুগ পরে কোথা, কোনখানে তুমি
তোমারও নেই জানা কোথায় আস্তানা গেড়েছি আমি
দুমড়ে মুচড়ে যাওয়া প্রেমভরা সেই ডায়রি খুলি
হাতড়ে বেড়াই উষ্ণতা ভরা সেই সূর্যোদয়ের দিনগুলি  
নেই নেই-আকাশ থেকে বজ্রাঘাত হানে হৃদয়ে
আহা! কি ভুল করেছি , মেগেছো চুম্বন- না দিয়ে
বুকে রাখা মাথায় হয়না প্রেম অপবিত্র, পুতঃ ধরা
জেনেছি বয়েসে যুদ্ধ, ভালবাসায় নেই অপবিত্রতা
আমি পক্ক কেশে , ভগ্ন দেহে যৌবন ভরা মনে
চিৎকার করে বলি জীবন প্রেমিকা রাখো মাথা এ বুকে
তোমার লোভাতুর ওষ্ঠ , প্রতীক্ষায় থাকা এ অধরে !!