ফসলের মাঠে গুণে গুণে বোনা বীজ
কৃষকের বুকে বেদনার নীল ছায়া রেশ;
কালো কালো নীরদের ধোঁয়াটে তেজ
উঁচু লবিতে সাহেবের সুখটান বেশ!


বজ্রপাতে কাঁপে বাসন্তির  উঠোন
বেলকনীর টপগুলো ভিজে একাধারে ;
তক্ষক কোণে কোণে অবেলায় ডাকে,
গরীবের যত নালিশ আকাশের কাছে!