দুর্দিন
সাহেদ বিপ্লব


এক পা দু-পা করে চলে যেতে পারবে কি
অন্য দিকে অন্ধকারে চোখ ফাঁকি দিয়ে
বিষন্ন মৃত্যু যন্ত্রণা থেকে।


অসম্ভব সুরে রাতে জেগে উঠি
বারুদের মত লুটে পড়ি প্রভুর দুয়ারে।


দেহ আর চোখ দেখে তৃষ্ণা মিটানো
পুরুষের বুকেতে আরোহণ করে
মধ্যরাতে মুদিত রমণী
পাপের চাঁদরে ঢেকে রাখে মুখ
আমরা হই লজ্জিত খুনি পুরুষ।


যৌবন আকাশে উড়ে যাবে একদিন
তুমি হবে বুড়ি
তোমার নগ্ন দেহ, দেখবে না পুরুষের দল
কাউকে ডেকে পাবে না কাছে
তখন হবে তোমার দুর্দিন।