মাটি খুঁড়ে খুঁড়ে
সাহেদ বিপ্লব
পৃথিবীর মানুষ যেদিকে যাবে
আমি ঠিক সেদিকে যাবো না
শহরের মাটি খুঁড়ে খুঁড়ে
নতুন রাস্তা করে দেবো
সেই রাস্তায় আগমন করবে
আমাদের উত্তরসুরি
ভবিষ্যৎ বংশধর
ওদের জন্যই আমার জন্ম।


তাই তো খরগোশের মত
তাড়াহুড়া করে কোথাও যাবার
প্রয়োজন বোধ মনে করি না
যে দিকে মন চায় হেঁটে হেঁটে যাবো
কচ্ছপের মত ইনশাআল্লাহ্
একদিন পৌঁছে যাবো
আমার নির্দিষ্ট ঠিকানায়।