অনেকবার দাঁড়িয়েছি


অনেকবার থমকে দাঁড়িয়েছি, বিদেশের মাটি থেকে এসে
দাঁড়াতে দাঁড়াতে এখন যেনো
এখানে দাঁড়ানো আমার নিয়ম হয়ে দাঁড়িয়েছে
সেই মেঠো পথ-কত শত স্মৃতি
আমাকে কাঁদায়।


টাকা ছিলো না বলে-তোমার বাবা আমার মুখে থাপ্পড় মেরে
বলেছিলো-এই দিকে আসবে না আর
আরও কত কি ...
তুমি শুনে খুব কেঁদেছিলে
আর বলেছিলে একদিন টাকার মালিক হয়ে
ফিরবে ঘরে-পারবে না তুমি ?


আমি টাকার মালিক হয়ে ফিরেছি ঘরে
কিন্তু তুমি নেই-তুমি এখন পরের বধূ
যেখানে দাঁড়িয়ে কথা হতো, স্বপ্ন দেখেছি
আমি সেখানে দাঁড়াই আর ভাবি
কত স্মৃতি এখানে ফেলে রেখেছি ।


আজ কোন অভিযোগ নেই
শুধু ভাবি কটা’ টাকা দিলে কি এমন ক্ষতি হতো প্রভু
এখন এই টাকার কি এমন প্রয়োজন
আজ প্রেয়সীর জন্য কেঁদে ফেরে মন
সে আমার জীবন, সে আমার মরণ।