মনের মত রমণী দেখেছি
সাহেদ বিপ্লব


আমার জীবনে এই প্রথম মনের মত রমণী দেখেছি
তার চোখ দু’টি পৃথিবীর সবটুকু মায়া জড়ানো
আমি মুগ্ধপানে সেই চোখ দেখি।


আমার মন চায় সবগুলো কবিতা তার পায়ে রেখে
আমি হয়ে যাই তার জন্য উন্মাদ
শিল্পীর মোনালিসা, কবির বনলতা
হার মানে তার হাসিতে
সরু কোমর, সুশ্রী প্রিয়সী আমার আয়নার ন্যায়
হেঁটে চলে সে ঘোড়ার তালে তালে।


আমাকে বাঁধে তার প্রেমে রেশমী জড়ানো আঁচলে
আমি দিন দিন মরিচিকা হই প্রাণহীন জীবনে
রাতের বাসরে এলোমেলো বস্ত্র নিয়ে
প্রিয়সী আমার ঘুমিয়ে থাকে।


শুভ্র ভোরের বিছানায় সুগন্ধির টুকরো ছড়ানো
কালো কেশগুচ্ছ তার মসৃণ পিঠকে সুশোভিত করে
আমি হাত রাখতেই ভয়ে ফিরে আসি বার বার।