ঠিকানা বিহীন চিঠি
সাহেদ বিপ্লব


কিছুদিন আগে ঠিকানা বিহীন একটা চিঠি
দিয়ে গেলো ডাক পিয়ন স্বাক্ষরিত তোমার দরপত্র
চিঠি খুলতেই শূন্য থেকে নব্বই ডিগ্রি কোণে
আমার মাথাটা নক্ষত্রের সাথে ঘুরতে থাকে।


একদিন তোমার জন্য ভাসিয়ে ছিলাম বেহুলার তরি
জীবন মরণে মাটি কামড়িয়ে থাকব
যৌবন চোখে তোমায় ঘিরে ক্ষুধার্ত পুুরুষ
সেই স্বপ্ন কবেই তো মরে গেছে মন থেকে
গোলাপ ফোটে না আর।


শাহজাহানের তাজমহল
আমিও গড়তে চেয়েছিলাম একদিন
অনুুরক্ত পোকার দখলে আজ বিষুর মাটি
অদ্ভুত লাগে তোমার নিপুুন ছলনা
ছিন্ন ভিন্ন করে ফেলে বুকের ভেতর
তোমার মায়াবী চোখ।


পৃৃথিবীর সেরা ফুলদানিতে সাজাবো তোমায়
সেই স্বপ্নগুলো বালুচরে ঘুরপাক খেলো অনেকদিন
আজ চিঠিতে লেখেছ, ভুল হয়েছে আমার
ফিরে আসতে চাও আমার ঘরে নতুন বাসরে।


কিছু কিছু ভুলের হয় না ক্ষমা
তোমার ভুলটা তেমন
আমি আর কি হতে পারি
দেবদাস হয়ে রবো বেহুলার বাসরে।