মধুখালী তোমাকে দেখেছি
সাহেদ বিপ্লব


মধুখালী তোমাকে দেখেছি আমি
মায়ের মমতায়
যতো দূরে যাই-দেশ থেকে দূরে
তোমাকে ভোলা কি যায় ?


এখনো মনে পড়ে ফেলে আসা স্মৃতি
আঁকা বাঁকা মেঠোপথ
কানামাছি খেলা
বাবার বকুনি, দেরী করে বাড়ি ফেরায়।


খুব মনে পড়ে গাছ থেকে গাছে
ঝুলেছি বাদুরের মত
চাঁপাদার বিল থেকে শালুক কুড়িয়ে
ফিরতেই ঘরে খেয়েছি গালি
আমার মায়ের।


চন্দনার জলে হাঁসের মত সাঁতার কেটেছি কত
সেই স্মৃতি আজ প্রবাস জীবনে
বার বার মনে পড়ে।