নতুন মেয়েরা নেমে আসে ফুঁ দিয়ে অন্ধকারে
রাত বাড়ছে নীলাভ শহরের ভাঁজে ভাঁজে দাগ
সাবলীল মুদ্রায় টাকাগুলো নিয়ে ক্লান্ত থাক
স্বপ্ন নেই তবু বেঁচে থাকার সাধ মনের অন্দরে।


যৌবন টলমল করে নকল সংসার পেতে
ফুরিয়ে যায় অশ্রæ বিহীন জীবনের ডগাগুলো
চা-কাপে ঠোঁট লাগিয়ে নতুন স্বপ্ন দেখাই ভালো
পারে কি তারা জীবন নিয়ে ফিরতে সমাজ জাতে।


সমাজের কুঁড়েঘরে হয় না ঠাঁই থাকে নির্জনে
ঐ এলোমেলো চুল মৌসুমী বাতাসে দোলে না আর
জানালার পর্দা তুলে দেয় না উঁকি সঙ্গে নিতে তার
রাতের অন্ধকারে ধীর পায়ে কেউ আসে না নির্জনে।


অদ্ভুত অচেনা মুখ মিশে যায় দেহতে দাঁড়িয়ে
ছন্দহীন জীবনে তার আসে না কেউ হাত বাড়িয়ে।