নাম মুখে নিলেই বুকের ভেতর কেঁপে ওঠে
ভয়ানক সেই দিনগুলো-বন্দুকের গুলি,
গ্রাম শহর নদী আর ক্ষেত খামারে
আপন মানুষের লাশ জলে ভাসে,
শুধু স্বাধীনতা চেয়েছি বলে।


মর্মান্তিক গণহত্যা চাপিয়ে দিল আমাদের ওপর
শুধু স্বাধীনতা চেয়েছি বলে,
বাঙালি আজ বাঙালির বিরুদ্ধে
রাজাকার আল বদর ওরা পাকিস্তানের দালাল।


একবার কাঁপেনি বুক-এই নির্যাতন কাদের ওপর,
ওরা তো আমাদের ভাই-আমাদের রক্ত,
আমাদের বাঁচার জন্য
এই স্বাধীনতা-এই সংগ্রাম-সুন্দর একটি বাংলাদেশ,
বাঙালি জাতিকে নির্মূলের জন্য এই গণহত্যা।