আমাদের পতাকা আজ কলংক মাখানো    
রক্তে ভিজানো রাজপথ  
আরেকবার গর্জে উঠবো।
  
আমি শুধু আরেকবার যুদ্ধে যাবো  
খেলছে দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে  
এ খেলা শুভ নয়।
  
হাতে হাত রেখে বুকে বুক রেখে  
সবাই মিলে বলেছিলো তাঁরা  
রাষ্ট্র ভাষা বাংলা চাই  
স্বাধীনতা চাই।
    
লাল সবুজের পতাকাকে পৃথিবীর আকাশে  
উড়াবোই আমরা বাংলার রাজপথকে    
রক্তে রাঙ্গিয়ে হলেও ।  


আজ সেই পরিচিত মুখগুলো  
কলংক মাখিয়ে পড়ে আছে মাটির ঘরে  
নিজের লাভের জন্য কতটুকু দাম দিয়েছি তাঁদের।