বেঁচে থাকার সাধ জাগে
সাহেদ বিপ্লব


জানো মাঝে মাঝে বেঁচে থাকার বড্ড সাধ জাগে
মন চায় খড়কুটো ধরে বেঁচে থাকি
বেঁচে থাকাই তো বড় কথা।


পরক্ষণে আবার ভাবি বেঁচে থাকার এতো যে সাধ জাগে
বেঁচে থাকবোই বা-কি নিয়ে
কি আছে আমার বলে- চারিদিকে শূন্যতা
নুহের প্লাবন
আমাকে ঘিরে ধরে আছে
জন্মের পর থেকে।


শোকের স্মারকে অশ্রু আনত করে
অসম্পন্ন উজ্জ্বল নীলিমায়
হারিয়ে গেলাম জীবন সে তো ক্ষণিকের
নিজেকে বিবর্ণতার মোড়কে মুড়ে
অন্ধকারে স্বপ্ন জাগায়।


বালিকার চলাফেরা অন্ধকার কুয়াশার মতো
যেন কোন শরীর সঙ্গীত
শ্রাবণে যা রয়ে যায় মুখর বর্ষণ।